- শরীরে লোশন কিংবা নারকেলের তেলের সঙ্গে নিমের তেল মিশিয়ে লাগাবেন। নিমের তেল মশা কাছে ঘেঁষতে বাধা দেবে।
- ঘর থেকে মশা তাড়াতে কয়েকটি রসুনের কোয়া থেঁতলে পানিতে ফুটিয়ে নিন। ঘরের বিভিন্ন জায়গায় এই পানি স্প্রে করতে পারেন। রসুনের তীব্র গন্ধ মশা তাড়াতে কাজ করে।
- পানিতে কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিন। তারপর এটি শরীরে লাগান। মশা কামড়াবে না। কামড়ালেও ত্বক জ্বলবে না।
- মশার কামড় থেকে বাঁচতে ঘরে নরম ও সুতি কাপড়ের ফুল হাতা জামা পরুন। শিশুকেও ফুল হাতার জামা পরাতে পারেন।
- মশারি টাঙিয়ে ঘুমাবেন।
সূত্র: ফার্স্টক্রাই প্যারেন্টিং