জামালপুরের ইসলামপুরে দুই নারীকে পিটিয়ে জখম করার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে ইসলামপুর থানা-পুলিশ। গত বৃহস্পতিবার সকালে পুলিশ মামলা নিয়ে আসামিদের ধরতে তৎপরতা শুরু করে।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর কিসমতজাল্লা গ্রামের ফুলি বেগমের (৪৫) সঙ্গে পাশের নটারকান্দা মাজার বাড়ি এলাকার মো. গুলজারের বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৪ এপ্রিল বিকেলে গুলজার, তাঁর ছেলে উজ্জ্বলসহ কয়েকজন দা, রড ও লাঠিসোঁটা নিয়ে ফুলি বেগমের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর স্বজন ময়না বেগমকেও (৩০) মারধর করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘নারীকে মারধরের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’