করোনা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ব। নিজেদের তৈরি টিকার মাধ্যমে কিউবাও তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আগের মতো শুরু হয়েছে অর্থনৈতিক কার্যক্রম। আর পর্যটনের জন্য বিখ্যাত এ দেশ শিগগির বিদেশিদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এরই মধ্যে সম্প্রতি হাভানার চিড়িয়াখানায় দেশি পর্যটকদের আনাগোনা দেখা যায়। সবার নজর এক পরিবারের দিকে। বাঘিনী ফিওনার পরিবার। গত মার্চে বিরল সাদা শাবক জন্ম দেওয়ার পর থেকেই এ রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে তর সইছে না পর্যটকদের।
তবে বাঘ পরিবার মোটামুটি শান্তই ছিল। শাবকেরা বেশ বড় হয়েছে। তবু পানিতে জলকেলি আর হাঁটার সময় খুনসুটির মতো খেলা কমছে না। বিশ্বজুড়ে জীববৈচিত্র্যের এ হাহাকারের মধ্যে আশার বাণী যেন!
আর দেয়ালে হেলান দিয়ে রাখা একটি গাছের কাঠে দাঁড়িয়ে মা ফিওনা দেখছে সন্তানদের মজার সময়। গত বুধবার হাভানার চিড়িয়াখানা থেকে তোলা।