কিশোরগঞ্জের তাড়াইলে ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) ২০২১ উপলক্ষে প্রার্থীদের আচরণ বিধি পালন ও আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম। বিশেষ অতিথি ছিলেন, তাড়াইল-করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা প্রমুখ।