কালিহাতীতে খেতে কাজ করার সময় এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে পাছচারান গ্রামে চারান উচ্চবিদ্যালয় পাশের একটি খেতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার বাসিন্দা রেজাউল হোসেন খান (৪৫)।
নিহতের চাচাতো ভাই রফিকুল হোসেন খান জানান, সোমবার দুপুরে রেজাউল তাঁর খেতের আগাছা পরিষ্কার করছিল। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাটিতে পড়ে যায়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাসলিমা এ বিষয়ে বলেন, রেজাউল হোসেন খানকে মৃত অবস্থায় স্বজনেরা নিয়ে আসেন। নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।