নেত্রকোনার পূর্বধলায় একটি সেতুর ঢালাই উঠে গর্ত তৈরি হয়েছে। দীর্ঘ দিনেও সেতুটি মেরামত না করায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী-ধোবারুহী সড়কের ধানখালী খালের ওপর সেতুটি অবস্থিত।
স্থানীয়রা জানান, যাত্রাবাড়ী বাজারের কাছে অবস্থিত এই সেতুর ওপর দিয়ে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী, ভটপুর, ধোপাহীসহ পাশ্ববর্তী এলাকার অন্তত ৭ গ্রামের মানুষ যাতায়াত করেন। তারা যাত্রাবাড়ী বাজার, বিশকাকানী ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াতের ক্ষেত্রে এই সেতুটি ব্যবহার করেন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সেতুর ওপরের ঢালাই উঠে গিয়ে দুইটি বড় গর্ত হয়ে রড বেরিয়ে পড়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাবাসীকে সেতুর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে পার হতে হয়। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা কবিরুল ইসলাম, কামাল হোসেনসহ অনেকে জানান, ‘কয়েক বছর ধরে সেতুটির মাঝখানে ঢালাই উঠে গিয়ে গর্ত হয়ে রয়েছে। সেতুটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে এলাকার উৎপাদিত কৃষি পণ্য বাজারে আনতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশকাকুনী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম (আল আমিন) বলেন, সেতুটি সংস্কারের ব্যাপারে শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রনি বলেন, তিনি সেতুটির ব্যাপারে অবগত নন। খুব শিগগিরই খোঁজ নিয়ে সেতুটির সংস্কারের বিষয়ে উদ্যোগ নেবেন বলে তিনি জানান।