হোম > ছাপা সংস্করণ

জেলেদের মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন করেছে জেলেরা। গতকাল বুধবার দুপুর ১২টায় কোড়ালিয়া বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করে জেলেরা। মৎস্য অফিসের লোক পরিচয়ে দুই নারীর অর্থ আদায় ও প্রতারণার প্রতিবাদে জেলে ও তাদের পরিবারের সদস্যসহ দুই শতাধিক মানুষ এতে অংশ নেন।

জেলেদের অভিযোগ, গত মঙ্গলবার দিনভর কোড়ালিয়া গ্রামে মৎস্য অফিসের লোক পরিচয়ে দুই নারী ঘুরে ঘুরে জেলেদের কাছ থেকে অর্থ আদায় করেছেন। জেলে প্রতি তারা ৩০০–৫০০ টাকা তুলেছেন। জেলে কার্ড ও চাল–ডাল দেওয়ার কথা বলে এ টাকা আদায় করেন তারা।

ওই মানববন্ধনে বক্তব্য দেন, কোড়ালিয়া গ্রামের জেলে খোকা মাঝি, রবিউল ইসলাম, রাজু, কাওসার ও সুমন প্রমুখ। বক্তব্যে তারা বলেন, সার্ভে করার নামে মধ্যবয়সী এক নারীর সঙ্গে এক কিশোরী এসে ছবি তুলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে জেলেদের কাছ থেকে নানা প্রলোভন দেখিয়ে টাকা আদায় করে। বিষয়টি নিয়ে সন্দেহ হলে কয়েকজন জেলে মৎস্য অফিসে যোগাযোগ করে। মৎস্য অফিস থেকে জানানো হয়, ওই দুই নারী তাদের অফিসের স্টাফ নন। মাঠপর্যায়ে কে বা কারা টাকা আদায় করছেন তা মৎস্য অফিস জানে না।

উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাবুল বলেন, ‘কারা আমাদের অফিসের ভুয়া স্টাফ পরিচয় দিয়ে টাকা তুলেছে তা আমরা জানি না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ