চুনারুঘাটে উপজেলায় মমতা বেগম (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রানীগাও গ্রামের নিজ বসত ঘর থেকে তাঁর লাশ করা হয়। তিনি ওই গ্রামের প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী।
পুলিশ জানায়, গত সোমবার রাতে নিজ কক্ষে মমতা ঘুমিয়ে পড়েন। সকালে তাঁর শাশুড়ি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের ডাক দেন। পরে পুলিশে খবর দিলে তাঁরা লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়। মমতা বেগমের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের দাবি তিনি ‘আত্মহত্যা’ করেছেন। তবে ‘আত্মহত্যার’ কারণ কেউ বলতে পারেনি।
চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম জানান, তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।