নীলফামারীর ডিমলায় বিদ্যালয়ের খেলার মাঠে ধান শুকাচ্ছে স্থানীয় একটি পরিবার। এতে স্কুলটির মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। তাদের দাবি, দ্রুত ধান শুকানোর কাজ বন্ধ করে মাঠটি খেলার উপযোগী করে দেওয়া হোক।
ঘটনাটি ঘটেছে ডিমলা উপজেলার খালাশাচাপানি ইউনিয়নের ছোটখাতা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী বলেন, ‘বারবার নিষেধ সত্ত্বেও বিদ্যালয়ের মাঠে ধান শুকানোর কাজ করছেন আজগর আলী ও তাঁর পরিবারের লোকজন। এর আগেও তাঁরা স্কুলের মাঠ দখল করে চাষাবাদ করেছেন। নিষেধ করলে শিক্ষকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। আবারও মাঠটি দখলে নেওয়ার পাঁয়তারা করছেন। সংঘর্ষের আশঙ্কায় অনেক অভিভাবক সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন না।’
তিনি আরও জানান, স্কুল পরিচালনা কমিটির সভা ডাকা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার দেখা যায়, বিদ্যালয়ের মাঠজুড়ে সুতার তৈরি নেট বিছানো হয়েছে। সেখানে ধান শুকাচ্ছেন কয়েকজন নারী। মাঠের একপাশে বেড়া দিয়ে চাষাবাদও হচ্ছে। ফলে বিদ্যালয়ের প্রবেশমুখসহ পুরো মাঠ দখল হয়ে গেছে। এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলও বন্ধ হয়ে গেছে।