হোম > ছাপা সংস্করণ

যে পদ্ধতিতে হজ করা উত্তম

ড. মুফতি হুমায়ুন কবির

হজ তিন প্রকার। এক. ইফরাদ হজ অর্থাৎ হজের মাসে শুধু হজ করা। দুই. তামাত্তু হজ অর্থাৎ হজের মাসে দুই ইহরাম দিয়ে হজ ও ওমরাহ করা। ওমরাহর জন্য মিকাত থেকে ইহরাম বাঁধবে আর হজের জন্য ৭ বা ৮ তারিখ মক্কাতেই ইহরাম বাঁধবে। প্রথমে ওমরাহর জন্য তাওয়াফ, সাই করা ও মাথা মুণ্ডানো সেরে নেবে। এরপর হজের জন্য ইহরাম বেঁধে মক্কাবাসীর মতো হজের কাজ সম্পন্ন করবে। তিন. কিরান হজ অর্থাৎ হজের মাসে এক ইহরামে হজ ও ওমরাহ করা। কিরানে মিকাত থেকে একই সঙ্গে হজ ও ওমরাহর ইহরাম বাঁধতে হয়।

এই তিন প্রকারের হজের মধ্যে সব কটিই হাদিস থেকে প্রমাণিত ও শুদ্ধ। তবে কোনটি উত্তম, তা নিয়ে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, কিরান উত্তম, এরপর তামাত্তু, এরপর ইফরাদ। ইমাম শাফেয়ি (রহ.)-এর মতে, ইফরাদ উত্তম, এরপর তামাত্তু, এরপর কিরান। ইমাম মালিক (রহ.)-এর মতে, তামাত্তু উত্তম, এরপর কিরান, এরপর ইফরাদ।

সাধারণভাবে কিরান হজ উত্তম। তবে যাদের হজযাত্রা জিলহজের ৮ তারিখের বেশ কিছুদিন আগে হয়, তাঁদের জন্য তামাত্তু হজ করাই উত্তম। বিশেষ করে নারীদের জন্য, যাতে তাদের চলাফেরায় কোনো ধরনের কষ্ট না হয়। অতএব শক্ত-সামর্থ্য লোকদের জন্য কিরান হজ উত্তম হলেও দুর্বল লোকদের জন্য তামাত্তু হজই উত্তম। আর যারা বদলি হজ করবে, তাদের জন্য ইফরাদ হজই উত্তম। বদলি হজে তামাত্তু ও কেরান হজ অসিয়ত বা অনুমতি থাকলেই বৈধ হবে। (আহসানুল ফাতাওয়া) 

লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ