হোম > ছাপা সংস্করণ

বয়স কমিয়ে সাবরেজিস্ট্রি অফিস সহকারীর প্রতারণা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট সাবরেজিস্ট্রি অফিস সহকারীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বয়স কমিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঢাকার নিবন্ধন মহাপরিদর্শক রাজশাহী জেলা রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন ও মতামত চেয়েছেন।

চারঘাট উপজেলা সাবরেজিস্ট্রার শাহীন আলী আজকের পত্রিকাকে বলেন, সুফিয়া খাতুনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়েছি। সে অনুযায়ী তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়েছে। অফিসের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত তাঁর বেতন স্থগিত করা হয়েছে। তিনি অফিশিয়াল কোনো কাগজপত্রে সাক্ষর করতে পারবেন না। শুধু অফিসে আসবেন এবং যাবেন।

সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, সুফিয়া খাতুন সাবরেজিস্ট্রি অফিসে ২০ বছরের অধিক সময় নকলনবিশ ও টিসি পদে কর্মরত ছিলেন। ওই সময় কাগজপত্রে তাঁর জন্ম তারিখ ছিল ১১ মার্চ ১৯৬২। পরে ২০১৪ সালে তিনি অফিস সহকারী হিসেবে যোগ দেন। এ সময় তিনি প্রতারণার মাধ্যমে এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে অবসর গ্রহণের তারিখ নির্ধারণের আবেদন করেন। সেখানে জন্ম তারিখ উল্লেখ করেন ১৫ ফেব্রুয়ারি ১৯৭০।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে বয়স দুই রকম হওয়া নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ফৌজদারি মামলা করে নিবন্ধন মহাপরিদর্শককে জানানো হয়।

এদিকে অভিযুক্ত অফিস সহকারী সুফিয়া খাতুন বলেন, ‘আমি কোনো প্রতারণার আশ্রয় নিইনি। যখন নকলনবিশ হিসেবে যোগদান করেছিলাম তখন চাকরি সরকারি ছিল না। এ জন্য একটা আনুমানিক বয়স দিয়েছিলাম। পরবর্তীতে যখন অফিস সহকারী হিসেবে যোগদান করি তখন জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদে উল্লেখিত জন্ম তারিখ দিয়েছি। এ জন্য বয়স নিয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে আমি সব কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করি, খুব দ্রুতই বিষয়টার সমাধান হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ