ময়মনসিংহে আমীর আহম্মদ চৌধুরী রতন চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সার্কিট হাউস মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। মুকুল নিকেতন এক্স স্টুডেন্ট স্পোর্টস ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এ সময় মেয়র বলেন, ‘শুধু ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে নয়, সব ক্ষেত্রেই রতন স্যারকে মনে রাখবে ময়মনসিংহবাসী। তাঁর অবদান কখনো ভোলার নয়। তাঁর আদর্শ অনুসরণ করেই আমরা চলতে চাই।’
এ সময় মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, টুর্নামেন্টের আহ্বায়ক নাসিম আহমেদসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ২৯ অক্টোবর থেকে চার দিনব্যাপী দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্টে বিদ্যালয়ের ৩২টি ব্যাচের শিক্ষার্থীরা ৩২টি দলে অংশ নেবে। উদ্বোধনী খেলায় ৯৭ ও ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।