মশা তাড়ানোর উপায়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
- লেবু কেটে অর্ধেক করে নিন। এর ওপর লবঙ্গ রাখুন। লেবু ও লবঙ্গের গন্ধেই মশা দূরে থাকবে।
- রসুনের চারটি কোয়া ব্লেন্ড করে এক গ্যালন গরম পানিতে মিশিয়ে স্প্রেয়ারে নিয়ে মশা থাকে এমন জায়গায় স্প্রে করুন।
- ১ চামচ শুকনা পুদিনাপাতা ১ কাপ পানিতে মিশিয়ে ছেঁকে নিন। স্প্রেয়ারে দিয়ে স্প্রে করুন। মশা পালাবে।