প্রায় দুই সপ্তাহ চিকিৎসা শেষে আজ আইসিইউ থেকে ছাড়া পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শিক্ষার্থী মাহাদী জে আকিব (২১)। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা অনেকটাই শঙ্কামুক্ত। তাই আজ রোববার তাঁকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে।
ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গত ৩০ অক্টোবর এক গ্রুপের চালানো হামলায় মারাত্মক আহত হন এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিব। ওই দিনই অপারেশনের পরপর আইসিইউতে নেওয়া হয় তাঁকে।
গতকাল শনিবার চমেকের অধ্যাপক ও ক্লিনিক্যাল নিউরো সার্জন এবং নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এস এম নোমান খালেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আকিবের শারীরিক অবস্থা এখন অনেক ভালো। কারও সাহায্য ছাড়াই চলতে পারছে; হাঁটতে পারছে। যে কারণে তাকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
চিকিৎসক নোমান খালেদ জানান, আকিবের প্রায় পুরো মাথাটাই থেঁতলানো ছিল। প্রচুর রক্তক্ষরণ হয় মস্তিষ্কেও। পরে অপারেশন করে মাথার কিছু অংশ তাঁর পেটের নিচে সংরক্ষণ করে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে তিন থেকে ছয় মাসের মধ্যে মাথার যে অংশটি সংরক্ষণ করে রাখা হয়েছে সেটি জায়গামতো বসিয়ে দেওয়া হবে।