হোম > ছাপা সংস্করণ

ট্রলারে সিলিন্ডার ফেটে ১২ জেলে দগ্ধ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগর থেকে মাছ ধরে ফেরার পথে একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার অলি পাড়া ঘাটের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের আক্তার কোম্পানির মালিকানাধীন একটি ট্রলার গভীর সাগর থেকে মাছ ধরে ফিরছিল। ট্রলারে রাতের খাবার রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় ট্রলারটিতে আগুন ধরে যায়। ট্রলারে থাকা ২১ জনের মধ্যে ১২ জন দগ্ধ হন। বাকিরা সাগরে ঝাঁপ দেন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জেলেদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ৮ জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

আহতদের মধ্যে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মো. জিসাত (২৪), দক্ষিণ ধুরুং মো. মিনহাজ (১৭), একই এলাকার মো. রাকিব (২০), মো. সাইফুল (৪৮) ও মো. মামুন (২০)। বাকিদের নাম জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ট্রলারে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ