হোম > ছাপা সংস্করণ

মিরপুরের উইকেট এবার কেমন হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা থেকে বাংলাদেশ দল সিলেট টেস্ট খেলতে গিয়েছিল বেশ চাপ নিয়ে। সেখান থেকে কাল দুপুরে শান্তরা ঢাকায় ফিরলেন হাসিমুখে। সাধারণত দল বিদেশ থেকে ফিরলে সাংবাদিকেরা ভিড় করেন বিমানবন্দরে। অথচ এবার সিলেট থেকে ঢাকায় ফেরা দলের জন্য বিমানবন্দরে সংবাদমাধ্যম কর্মীদের সে কী ভিড়। কারণ একটাই—ঢাকার বাইরে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের বেশ ওপরে থাকা কোনো দলকে যে হারাল বাংলাদেশ।

স্পিনারদের দিকে হাত বাড়িয়ে দিলেও সিলেটের উইকেট নিয়ে যথেষ্ট প্রশংসা হচ্ছে। অন্তত মিরপুরের মতো ‘মাইনফিল্ড’ মনে হয়নি দুই দলের। খেলা পাঁচ দিনে গড়িয়েছে। ফল দেখেছে। স্পিনাররা সফল হলেও ব্যাটাররাও রান পেয়েছেন। অসমান বাউন্স ছিল না। সিলেট থেকে দলের জয় দেখে ফেরা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠেও সিলেটের উইকেট নিয়ে স্তুতি, সিলেটের উইকেট খুব ভালো হয়েছে। উইকেটে সমান বাউন্স ছিল, ভালো টার্ন পেয়েছে স্পিনাররা। স্পোর্টিং উইকেট। অনেকে স্পোর্টিং উইকেট বলতে বোঝেন সবুজ উইকেট। কিন্তু স্পোর্টিং উইকেট হচ্ছে, যেখানে সবার জন্য কিছু থাকবে। একটা ফল আসবে। শান্ত একটা কথা বলেছে সেদিন, একাদশে তিনটা স্পিনার নিলে অনেক কথা হয়। তিনটা পেসার নিলে কোনো কথা হয় না!

পরশু থেকে শুরু মিরপুরে সিরিজ নির্ধারণী টেস্টের উইকেট তাহলে কেমন হবে? আজ দেখে বুঝতে পারবেন বলে সুমন বিষয়টি এড়িয়ে গেলেও দলীয় সূত্র বলছে, মিরপুর একই ধরনের উইকেট চায় টিম ম্যানেজমেন্ট। তবে সিলেটের মাটির সঙ্গে খুব একটা মিল নেই বলে মিরপুরের উইকেট নিয়ে আগে থেকে অনুমান করা কঠিন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ