রাজশাহীর পুঠিয়ার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট আটজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, গতকাল রোববার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এর মধ্যে বানেশ্বর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত মহিলা সদস্য একজন ও সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। অপরদিকে বেলপুকুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে একজন ও সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বেলপুকুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বানেশ্বর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৬৯ জন প্রার্থী ভোটের মাঠে আছেন।
মোট ১৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছিলেন। আর শেষ দিন পর্যন্ত জমা দিয়েছেন ১৫৭ জন প্রার্থী।