হোম > ছাপা সংস্করণ

ককটেলে আহত ৩

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তে ককটেল বিস্ফোরণে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বেনাপোল সীমান্তের পুটখালী মধ্যমপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতরা হলেন যশোরের বেনাপোল পুটখালী গ্রামের সোহেল (৩৫), রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আশিকুর রহমান (৪০)। তাঁদের মধ্যে রাশেদের ডান হাতের একটি অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোহেল ও আশিকুরের অবস্থা গুরুতর।

আহতরা জানান, তাঁরা তিন বন্ধু রাত সাড়ে ৮টার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত কেউ তাঁদের ওপর বোমা হামলা চালান। এ সময় রাশেদের বাম হাতের কবজি উড়ে যায়।

তবে একটি সূত্র জানিয়েছে, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে শুক্রবার আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত দুদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হন। প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রভাব বিস্তারের জন্য আহত যুবকেরা ককটেল তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণে তাঁরা নিজেরা আহত হন। আহতরা সবাই আওয়ামী লীগ কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার দলীয় প্রার্থী আব্দুল গফফার বলেন, ‘নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য প্রতিপক্ষ ককটেল তৈরি করছিল। এ সময় বিস্ফোরণ ঘটে। আমাকে নির্বাচন থেকে সরে যেতে কদিন আগে একটি মহল হুমকিও দেয়। আহতরা সবাই নব্য আওয়ামী লীগ কর্মী।’

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘আহতরা সন্ত্রাসী কার্যকলাপের জন্য ককটেল তৈরির সময় বিস্ফোরণ হয়।’

যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, ‘আহত তিন ব্যক্তি চিকিৎসা চলছে। বর্তমানে তাঁরা সবাই শঙ্কামুক্ত।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ