হোম > ছাপা সংস্করণ

ভালোবাসার জমি ইউপিকে দান

মধুপুর প্রতিনিধি

উপহার হিসেবে স্ত্রী সালেহা বেগমের নামে সাড়ে ১৯ শতাংশ জমি লিখে দিয়েছিলেন মধুপুরের মেছের আলী। স্বামীর ভালোবাসার উপহার হিসেবে দেওয়া সেই জমি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনের জন্য দান করেছেন সালেহা বেগম। উপজেলার কুড়াগাছা ইউপির নির্মিতব্য নতুন ভবনের জন্য এ জমি দান করেছেন তিনি। গত মঙ্গলবার মধুপুর সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে সাড়ে ১৯ শতাংশ জমি দলিল করে দেন সালেহা।

জানা যায়, মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন ভেঙে ২০১৮ সালে তিনটি নতুন ইউনিয়ন গঠন করে স্থানীয় সরকার। এগুলো হলো অরণখোলা, কুড়াগাছা ও বেরীবাইদ ইউনিয়ন। অরণখোলা বাদে নতুন দুই ইউপির কার্যক্রম চলছে ভাড়া ঘরে।

ইউনিয়ন পরিষদের নামে জায়গা না থাকায় সরকারিভাবে ভবন বরাদ্দ পাওয়া যাচ্ছিল না। ইউপির প্রয়োজন ছিল ২৫ শতাংশ জমি। বর্গাজমি চাষ আর শ্রম বিক্রি করা পিরোজপুর গ্রামের মেছের আলীর সম্মতি নিয়ে তাঁর স্ত্রী সালেহা বেগম ইউপির ভবন নির্মাণের জন্য সাড়ে ১৯ শতাংশ জমি লিখে দিয়েছেন। এই জমির বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

তিন সন্তানের জননী গৃহবধূ সালেহা বেগম বলেন, ‘সাড়ে ১৯ শতাংশ জমি স্বামী মেছের আলী ভালোবেসে আমাকে লিখে দিয়েছিলেন। সেই জমিই স্বামীর সম্মতি নিয়ে জনগণের কল্যাণের কথা ভেবে দান করেছি।’

জানা যায়, তিন সন্তানের বড়জন আব্দুস ছালামকে অর্থকষ্টে লেখাপড়া করাতে পারেননি তাঁরা। দ্বিতীয় সন্তান আল আমিন প্যাথলজিতে ডিপ্লোমা করেছেন। তৃতীয় সন্তান রফিক ডিগ্রিতে পড়ার পাশাপাশি ছোট একটি স্টুডিও দিয়ে কোনো রকমে পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি সংসারে জোগান দিচ্ছেন।

এ নিয়ে সালেহা বেগম আরও বলেন, ‘সন্তানদের কল্যাণ আল্লায় করবে। আমি মানুষের কল্যাণের জন্য জমি দান করে দিলাম।’

এদিকে এই দম্পতি ছাড়াও স্থানীয় খুদে ব্যবসায়ী মো. আজিজুল হকও ইউপির জন্য লিখে দিয়েছেন সাড়ে ৪ শতাংশ জমি। যার মূল্য ৬ লক্ষাধিক টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন জেলা প্রশাসকের পক্ষে ফুল দিয়ে জমিদাতা মেছের আলী ও আজিজুল ইসলামকে শুভেচ্ছা জানান।

এ ব্যাপারে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু বলেন, ‘বর্তমানে নিঃস্বার্থভাবে দান করার মানুষ খুবই কম। সালেহা ও আজিজুলের দান মহানুভবতার বহিঃপ্রকাশ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ