হোম > ছাপা সংস্করণ

সীমানাপ্রাচীরের পাশে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের পাঁচলাইশে মাদ্রাসার সীমানাপ্রাচীরের পাশ থেকে আরমান হোসেন (১০) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলী বিন আবী তালিব মাদ্রাসার ভেতর সীমানা প্রাচীরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মাদ্রাসা কর্তৃপক্ষ মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গত সোমবার সন্ধ্যা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘এ পর্যন্ত পাওয়া ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ, মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করছি, বাচ্চাটি কোনো কারণে মাদ্রাসার ছাদে উঠেছিল। সেখান থেকে নিচে পড়ে মারা যায়। আমরা ঘটনাটি আরও খতিয়ে দেখার চেষ্টা করছি।

তবে নিহত শিক্ষার্থীর বাবা আব্বাস উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। কদিন আগে আরমান যখন বাসায় এসেছিল তখন সে মাদ্রাসায় ফিরে যেতে রাজি হয়নি। তাকে নাকি হুজুরেরা নির্যাতন করে। এর আগে সোমবার সন্ধ্যায় তাঁর ছেলেকে মাদ্রাসায় না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে জানায়। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নে আল্লামা শাহ সুফি অছিয়র রহমান মাদ্রাসা থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ