হোম > ছাপা সংস্করণ

প্রতারক চক্রের খপ্পরে সর্বস্বান্ত গৃহবধূ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে প্রতারক চক্রের খপ্পরে পরে সর্বস্ব হারিয়েছেন এক গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের সংযোগস্থল হাটহাজারী বাসস্টেশন জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ সময় প্রতারক চক্রের সদস্যরা দুই হাজার নগদ টাকাসহ একটি স্বর্ণের চেইন ও দুইটি আংটিসহ মোট আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

ভুক্তভোগী ওই নারী জানান, তিনি চৌধুরীহাট থেকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় করে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে প্রতারক চক্রের এক ব্যক্তি তাকে বিপদে পড়েছে জানিয়ে তার হাতে থাকা এক জোড়া নকল বালা (চুড়ি) কিনে নিতে বলে। এরপরই তিনি (গৃহবধূ) কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। এই সুযোগে অভিনব কায়দায় ওই গৃহবধূর পরিধেয় স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা প্রতারকেরা কৌশলে নিয়ে যায়।

জানা গেছে, প্রতারণার শিকার ওই গৃহবধূর বাড়ি উপজেলার মধ্যম মাদার্শা গ্রামে। তবে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চৌধুরীহাট এলাকার শাহাজালাল আবাসিক এলাকায় বসবাস করেন। ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক কবির হোসেন জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত কেউ দায়ের করেনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ