হবিগঞ্জে দুই দিনের সফরে এসেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
গতকাল রোববার তিনি সড়ক পথে নিজ এলাকায় হবিগঞ্জের মাধবপুর সড়ক ও জনপদ রেস্ট হাউসের উদ্দেশে রওনা দেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল জলিল মোবাইলে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
আজ সোমবার প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা চুনারুঘাট-মাধবপুরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় তিনি ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হবেন। পাশাপাশি ভিক্ষুককে পুনর্বাসন বিতরণ অনুষ্ঠানেও অংশ নেবেন।
মাধবপুর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সোমবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহ হস্তান্তর, স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডির) ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছয়টি নির্মাণাধীন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, চা-শ্রমিকদের টেকসই আবাসন হস্তান্তর ও একজন ভিক্ষুককে পুনর্বাসন বিতরণ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।
আগামীকাল মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এদিনই ঢাকা ফিরবেন তিনি।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আব্দুল জলিল তাঁর স্বাক্ষরিত প্রজ্ঞাপনের সফর সূচিটি সরকারের বিভিন্ন দপ্তরের পাঠানো হয়েছে বলে জানান তিনি।