হোম > ছাপা সংস্করণ

ভালোবাসার প্রমাণ দিতে তরুণীর বিষপান, মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে বিবাহ করে রুনা আক্তার ও মনির উদ্দিন নামের দুই তরুণ-তরুণী। কয়েক মাসের মাথায় বিচ্ছেদ হয় তাদের। এরপর আবারও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। এরই মধ্যে আবারও মনোমালিন্য শুরু হয় তাদের; হয় বাগ্‌বিতণ্ডাও। একপর্যায়ে রুনার ভালোবাসার প্রমাণ দেখতে চায় মনির। রুনাও বিষ নিয়ে আসতে বলে মনিরকে।

আর সেই বিষ খেয়ে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রাণ গেল রুনা আক্তারের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৈয়দ মনির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুনা আক্তার ও গ্রেপ্তার মনির উপজেলার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুনা আক্তার এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। বুধবার সকালে রুনা প্রাইভেট পড়তে যাওয়ার সময় দেখা হয় মনিরের সঙ্গে। এ সময় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে মনির রুনার ভালোবাসার প্রমাণ দেখতে চায়। তার এ কথায় রুনা বিষ আনতে বলে মনিরকে।

মনির দোকান থেকে চালের পোকা তাড়ানোর বিষ আনলে রুনা আক্তার তা খেয়ে ফেলে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মনির তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে খবর পেয়ে রুনার স্বজনেরা মনিরকে আটক করে পুলিশে দেন। বিকেলে রুনার শারীরিক অবস্থা অবনতি হয়। সন্ধ্যার দিকে রাজধানী ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যায় রুনা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ বিষয়ে বলেন, রুনার বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মামলা করেছেন। ওই মামলায় মনিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ