শীতকাল শেষের দিকে। এরই মধ্যে বসন্তের আবাস। গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ, নারায়ণপুর, খাদেরগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িগুলো এ দৃশ্য চোখে পড়ে। আমের মুকুল আসায় শিশু-কিশোরদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস চোখে পড়ে। সেই সঙ্গে মৌমাছির আনাগোনায় ভিন্ন এক আবহের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন গ্রাম ঘুরে জানা গেছে, আমের মুকুল ফুটতে শুরু করায় এ বছর ভালো ফলনের আশা করছেন গৃহস্থরা। সেই সঙ্গে আবহাওয়া অনুকূলে থাকার কথাও বলছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু হানিফ জানান, গেল সপ্তাহ থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। মূলত দেশী জাতের গাছে এই আগাম মুকুল আসা শুরু করেছে। এ সময় বিভিন্ন পোকামাকড় মুকুলের ক্ষতি করে। এ পোকা দমনে কীটনাশক স্প্রে করলেও তা আক্রমণ করতে পারে না।
তবে এ কৃষি কর্মকর্তা বলেন, ‘পোকামাকড়ের আক্রমণের পরও যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খুব ভালো ফলন পাওয়ার আশা করা যায়।’