হোম > ছাপা সংস্করণ

বসন্তের আভাস নিয়ে আমগাছে এল মুকুল

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

শীতকাল শেষের দিকে। এরই মধ্যে বসন্তের আবাস। গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ, নারায়ণপুর, খাদেরগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িগুলো এ দৃশ্য চোখে পড়ে। আমের মুকুল আসায় শিশু-কিশোরদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস চোখে পড়ে। সেই সঙ্গে মৌমাছির আনাগোনায় ভিন্ন এক আবহের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন গ্রাম ঘুরে জানা গেছে, আমের মুকুল ফুটতে শুরু করায় এ বছর ভালো ফলনের আশা করছেন গৃহস্থরা। সেই সঙ্গে আবহাওয়া অনুকূলে থাকার কথাও বলছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু হানিফ জানান, গেল সপ্তাহ থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। মূলত দেশী জাতের গাছে এই আগাম মুকুল আসা শুরু করেছে। এ সময় বিভিন্ন পোকামাকড় মুকুলের ক্ষতি করে। এ পোকা দমনে কীটনাশক স্প্রে করলেও তা আক্রমণ করতে পারে না।

তবে এ কৃষি কর্মকর্তা বলেন, ‘পোকামাকড়ের আক্রমণের পরও যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খুব ভালো ফলন পাওয়ার আশা করা যায়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ