হোম > ছাপা সংস্করণ

সেই সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট

বাবুগঞ্জ প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালকিনি খালের সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়েছে। এতে বহুদিনের দুর্ভোগের অবসান হওয়ায় খুশি এলাকাবাসী। ‘কালকিনি খালের সেতুতে উঠতেও বাঁশ নামতেও বাঁশ’ শিরোনামে গত মঙ্গলবার আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।

স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম মোল্লা ও আলমগীর খান জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয়দের চলাচলের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিছুর রহমান সবুজ খুব দ্রুত কাজটি করেছেন।

২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকারের সহায়তা প্রকল্পের অর্থায়নে এবং ইউপি চেয়ারম্যানের বাস্তবায়নে চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম কোলচর ও বায়লাখালীর কালকিনি খালের ওপর ১ লাখ টাকা ব্যয়ে ৫০ ফুটের আয়রন সেতুটি বানানো হয়। প্রায় ১ বছর পার হলেও ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান সবুজ সংযোগ সড়কের মাটির কাজ শেষ না করায় চলাচলে দুর্ভোগে পড়েন এলাকাবাসী। মঙ্গলবার চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমান সবুজের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে সড়কের মাটি ভরাট করা হয়েছে।

গতকাল বুধবার সকালে সেতু ও সংযোগ সড়ক পরিদর্শনের সময় চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ বলেন, এলাকার লোকজন মাটি দিতে না চাওয়ায় এবং বর্ষা মৌসুমে খালে পানি থাকায় মাটি ভরাট করা সম্ভব হয়নি। তাই একটু বিলম্ব হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ