বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে গত সোমবার দুপুরে গৃহঋণবিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং আনোয়ার ল্যান্ডমার্কের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, এসএমই (সিআরএম) বিভাগের প্রধান নাভেরা আলম, আনোয়ার ল্যান্ডমার্কের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার এম হক ফয়সাল এবং মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের ব্যবস্থাপক নাজমুল এইচ খান মজলিশসহ দুই প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি