হোম > ছাপা সংস্করণ

ভালোবাসা আর বসন্ত আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নভেম্বরের মাঝামাঝি থেকে পোষা বিড়ালের মতো পায়ে পায়ে ঘুরছিল তুলতুলে ঠান্ডা। সেই ঠান্ডা ছড়িয়ে পড়েছিল শরীর অবধি। আর শরীরের শীতকাল মানেই মনের বসন্তকাল। শীতের সঙ্গে বিষণ্ণতা, পাতা ঝরার যে গাঁটছড়া, তাকে দূরে সরিয়ে রেখে মনে মনে ভালোবাসার বসন্ত উৎসব। এমনই চির আরাধ্য পয়লা ফাল্গুন আজ।

প্রকৃতিতে নতুন পাতার আগমন ও পাখির গানে আবারও ফিরে এল ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুটেছে পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়া। সেই পলাশের রং গায়ে মেখে বসন্তের আগমনী দমকা হাওয়ার গভীর আবেগে তরুণ-তরুণীরা গেয়ে উঠবে ‘বসন্ত এসে গেছে’।

বাসন্তী রঙে সেজে তারা কোকিলের মতো কুহু কুহু ডাকে রাঙিয়ে তুলবে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, রমনা পার্ক, জাতীয় সংসদ, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেনসহ শহরের অলিগলি।

পয়লা ফাল্গুনের পাশাপাশি আজ উদ্‌যাপিত হবে ‘ভ্যালেন্টাইনস ডে’। এই ভালোবাসার ফাল্গুন দিনে অনেকেই চিনে নেবে তাদের প্রিয় ভালোবাসার মানুষকে। তাদের বাসন্তী সাজ আর দুরন্ত ভালোবাসার উন্মাদনা ও উচ্ছলতায় ভাসবে শহর, নগর ও গ্রামীণ জনপদ। তরুণীরা পরবে বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় গুঁজবে ফুল। হাতে পরবে কাচের চুড়ি। তরুণেরা বাসন্তী রঙের পাঞ্জাবি পরে শহরজুড়ে ঘুরে বেড়াবে প্রিয় মানুষের হাত ধরে।

তবে করোনা সংক্রমণের কারণে এবারের বসন্তবরণ উৎসব ও ভালোবাসা দিবসের আয়োজন থাকবে সীমিত পরিসরে। এমনটিই জানিয়েছেন জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ। সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব উদ্‌যাপিত হবে।

উদ্‌যাপন পরিষদ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ১৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিল্পকলার উন্মুক্ত মঞ্চে এবারের উৎসব উদ্‌যাপন করা হবে। আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে বসন্তকে। বসন্ত-কথন পর্বে অংশ নেবেন স্থপতি সফিউদ্দিন আহমেদ, উদ্‌যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। থাকবে আবির বিনিময় ও পরস্পর প্রীতি বন্ধনী অনুষ্ঠান।

তবে করোনার কারণে এবার উত্তরা, ধানমন্ডির রবীন্দ্রসরোবর ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ