হোম > ছাপা সংস্করণ

পলিটেকনিক ইনস্টিটিউটে চুরি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে প্রতিষ্ঠানটির মূল ভবনের ২য় ও ৩য় তলায় এ চুরি সংগঠিত হয়। এ সময় চোরেরা প্রায় ৫৬টি কম্পিউটারের যন্ত্রাংশ খুলে নিয়ে যান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ‘সকালে এসে দেখি কম্পিউটার ল্যাবের মধ্যে সিপিইউগুলো খোলা অবস্থায় এলোমেলোভাবে পড়ে আছে। পরে আমরা কলেজের সিসি ক্যামেরা চেক করে দেখি রাত পৌনে ৩টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরা ৩ ব্যক্তি প্রাচীর টপকে মই দিয়ে ২য় তলায় ওঠে। ২য় ও ৩য় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক কম্পিউটারের র‍্যাম ও প্রসেসর খুলে নিয়ে যান। তিনি আরও জানান, চোরেরা যাওয়ার সময় কম্পিউটার ল্যাবের দরজায় অন্য তালা লাগিয়ে চাবি ফেলে রেখে যান। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। চুরির ব্যাপারে আমি কিছুই ঠিক পাইনি।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ