নিজস্ব প্রতিবেদক
সাফের পর অল্প কিছুদিন বিশ্রাম শেষে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। জামাল ভূঁইয়াদের এবারের অভিযান শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে।
আগামী মাসে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফ্রিকান দেশ সেশেলস। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সিশেলস। ১১ নভেম্বর জামালরা খেলবেন মালদ্বীপের বিপক্ষে। ১৪ নভেম্বর শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের শীর্ষ দল খেলবে ১৭ নভেম্বরের ফাইনালে।