সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর সিলেট নগরীর জিন্দাবাজারের বাইতুল আমান জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সদস্যসচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ, সদস্য মোমিনুল ইসলাম মোমিন, আখতার আহমদ, লিটন আহমদ, কয়েছ আহমদ, মাহফুজ চৌধুরী, মহানগর যুবলীগের সদস্য আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান প্রমুখ।