নানা প্রজাতির পাখির কলকাকলিতে মুখরিত থাকা পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বর পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। গত রোববার ভোরে বেলুন উড়িয়ে চত্বরটি পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
অভয়ারণ্য ঘোষণার আগে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কামাল হোসেন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন। এ সময় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ১০টি ইউপির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, অনেক বছর ধরে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন প্রজাতির গাছে হাজার হাজার পাখি আবাসস্থল হিসেবে গড়ে তুলেছে। সারা দিন আহার শেষে ফেরার পর সূর্যাস্তের পূর্বে এসব পাখির কলকাকলিতে মুখরিত হয় পরিষদ চত্বর। আমরা পরিষদ চত্বরকে পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই।