চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে এক নারীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় নগরীর খুলশী থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। তিনি বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রীর বড় বোন। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সানমার শপিং মলের সামনে তিনি যখন সড়ক পার হচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে। অভিযুক্ত মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী ওই নারীর ছোট বোন বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলেন, ‘মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে আমি আর আমার বোন সানমারের সামনে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। আমার বোন রাস্তা পার হয়ে কর্নেল হাটের বাসায় যাবেন, আর আমি দাঁড়িয়ে থেকে তাঁকে বিদায় দিচ্ছিলাম। এমন সময় একটা ছেলে রাস্তার একপাশ পার হয়ে মাঝখানে দাঁড়িয়ে যায়। আমার বোনও একপাশ পার হয়ে তার পাশে যাওয়া মাত্রই আমার বোনের গায়ে হাত দেয়। এ সময় রাস্তায় আর কেউ ছিলেন না।’
ওই শিক্ষার্থী আরও বলেন, ‘এ সময় আমার বোন ব্যাথা পান। পরে ছেলেটা রাস্তা পার হওয়ার জন্য হাঁটা ধরলে আপু তাঁকে ধরে ফেলেন। আমিও সঙ্গে সঙ্গে সেখানে যাই।’ এ ঘটনায় রাতেই তাঁর বোন বাদী হয়ে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন বলেও জানান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ‘চবির শিক্ষার্থী মাহফুজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বিষয়টির তদন্ত করছি।’