জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহ বাদী হয়ে গত বৃহস্পতিবার এই মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে। পুলিশ বলছে, আসামিকে গ্রেপ্তার জন্য তারা খুঁজছেন।
জানা গেছে, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় দেরিতে পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ র নাম ঘোষণা করার অভিযোগ এনে ঘোষণা মঞ্চে থাকা অনুষ্ঠানের উপস্থাপক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং থাপ্পড় দেন। এ সময় উপস্থিত দর্শনার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহ জানান, বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন আয়োজিত পুষ্পস্তবক অর্পণ করার সময় প্রটোকল অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেওয়ানগঞ্জ মডেল থানা, দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের পরে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহর নাম ঘোষণা করি।
পঞ্চম ধাপে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়রের নাম ঘোষণা করা হয়েছে বলে মেয়র জনসম্মুখে আমাকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার গালে থাপ্পড় দেয়। এতে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি।