হোম > ছাপা সংস্করণ

‘ঊনপুরুষ’ নিয়ে মঞ্চে আসছে নবরস

২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় নৃত্য ও নাট্যদল নবরস। এবার দলটি মঞ্চে আনছে তাদের প্রথম প্রযোজনা ‘ঊনপুরুষ’। অপু মেহেদীর রচনা ও সৈয়দা শামছি আরা সায়েকার নির্দেশনায় ঊনপুরুষ দিয়ে নাট্যযাত্রা শুরু করছে দলটি। ২৩ ও ২৪ জানুয়ারি রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শনী হবে নাটকটির। 

নাট্যকার অপু মেহেদী জানিয়েছেন, ঊনপুরুষ একজন আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প। সমাজের নিয়মের যাঁতাকলে পিষ্ট হয়ে এক সংকটময় পথে চলতে থাকে তার অনিশ্চিত জীবনযাত্রা। অপু মেহেদী বলেন, ‘আমাদের সমাজ মানুষের সামাজিক পরিচয়ের কিছু ছকবাঁধা পরিচয় নির্ধারণ করে রেখেছে। এসবের বাইরেও মানুষের পরিচয় রয়েছে। এ পরিচয় বা আত্মনির্ণয়ে যখন বাধা আসে, তখনই সে হয়ে ওঠে বিপন্ন। আমাদের চারপাশে এমন অসংখ্য বিপন্ন মানুষ রয়েছে। তাদের কেউ কেউ পরিচয়ের স্বীকৃতির জন্য সোচ্চার হয়, কেউ আমৃত্যু আড়াল করে রাখে নিজেকে। তাদের নিয়েই ঊনপুরুষের গল্প।’ 

নির্দেশক শামছি আরা সায়েকা বলেন, ‘নাটকটি দর্শকদের হৃদয়ে দাগ কাটবে, কারণ এ ধরনের গল্প নিয়ে দেশের মঞ্চে তেমন কাজ হয়নি। অধিকাংশ নবীন শিল্পী নিয়ে কাজটি করেছি। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও নির্দেশক হিসেবে এটি আমার প্রথম কাজ।’ 
ঊনপুরুষ নাটকে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, নূর-এ-খোদা মাশুক সিদ্দিক, সৈয়দা শামছি আরা সায়েকা, জয়, বন্যা, শখ, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি প্রমুখ। আলো ও মঞ্চ পরিকল্পনায় সাইফুল ইসলাম, পোশাক উপদেষ্টায় ওয়াহিদা মল্লিক জলি ও সংগীত পরিকল্পনায় এ বি সিদ্দিক। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ