হোম > ছাপা সংস্করণ

চীনে প্রথম ওমিক্রন শনাক্ত আক্রান্ত বাড়ছে যুক্তরাজ্যে

করোনার উৎপত্তিস্থল চীনের মূল ভূখণ্ডে শনাক্ত হয়েছে এ ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। দেশটির উত্তরাঞ্চলের শহর তিয়ানজিনে একজনের দেহে এ ধরন শনাক্ত হয়েছে বলে গত সোমবার জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তিয়ানজিন ডেইলি। আক্রান্ত ব্যক্তি গত ৯ ডিসেম্বর বিদেশ থেকে চীনে প্রবেশ করেন। প্রথম শনাক্তের এক দিন পর গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, দক্ষিণাঞ্চলের গুয়াংজু প্রদেশে আরেকজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

গত মাসে দক্ষিণ আফ্রিকা এবং হংকংয়ে শনাক্ত হওয়া করোনার ওমিক্রন ধরনে প্রথম মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। গত সোমবার একজন মারা যাওয়ার তথ্য দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় জানানো হয়, লন্ডনে করোনা শনাক্তের ৪০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লন্ডনে এটি হবে করোনার প্রধান ধরন। সাজিদ জাভেদ বলেন, ‘কোনো ধরন এত দ্রুত ছড়ায়নি। এ মুহূর্তে যুক্তরাজ্যে আক্রান্তদের মধ্যে ২০ শতাংশের দেহে রয়েছে ওমিক্রন।’

ওমিক্রন রুখতে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের আরেক দেশ নরওয়ে। গত সোমবার দেশটির প্রধানমন্ত্রী জানান, আগামী দুই সপ্তাহের জন্য চতুর্থ ধাপের বিধিনিষেধ ঘোষণা করা হবে। রেস্টুরেন্ট এবং বারে অ্যালকোহল সরবরাহ করা হবে না। বন্ধ থাকবে জিম এবং সুইমিং পুল। স্কুলে আরও কড়াকড়ি আরোপ করা হবে।

টিকার কার্যকারিতা
ফাইজারের দুই ডোজ করোনার টিকা নিলে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৭০ শতাংশ কমে যায়। দক্ষিণ আফ্রিকায় করা এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে। দুই লাখের বেশি রোগীর তথ্য নিয়ে এ গবেষণা করা হয়েছে। এদের মধ্যে অনেকেই ওমিক্রনে আক্রান্ত।

তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, গত শুক্রবার পর্যন্ত দেশটিতে ওমিক্রন শনাক্ত হওয়া ৪৩ জনের মধ্যে বেশির ভাগ করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। তাদের তিন ভাগের এক ভাগ বুস্টার ডোজ নিয়েছেন। গত সপ্তাহে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ