মধুপুরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের ভোটকে উৎসব হিসেবে উদ্যাপন করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপির নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জীবন উৎসর্গ করার কোনো দরকার নেই। বরং সবার সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে নির্বাচনে বিজয়ী হতে হবে।’
মতবিনিময় সভায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান প্রমুখ।
এ দিকে কালিহাতী উপজেলা পরিষদের মিলনায়তনেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘গোয়েন্দা তথ্য মতে, তিন চারটি ইউপিতে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার তথ্য রয়েছে।