হোম > ছাপা সংস্করণ

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভে এবার বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয়নি। গতকাল বৃহস্পতিবার বিজয় দিবসে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হলেও ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভটিতে দেওয়া হয়নি ফুলের ঢালা।

সরেজমিনে দেখা যায়, এবার বিজয় দিবসে ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভটিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক করা হয়নি। প্রতিবছর বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভটিকে সাজানো হলেও এবার ছিল ব্যতিক্রম। স্বাধীনতা স্তম্ভটি সাজানো হয়নি। পরিষ্কার করা হয়নি স্তম্ভটিসহ এর প্রাঙ্গণ। প্রতিটি জাতীয় দিবসে স্বাধীনতা স্তম্ভটি লোকে লোকারণ্য হলেও এবার এটি ছিল জনশূন্য।

স্বাধীনতার স্তম্ভটির নাম ফলক থেকে জানা যায়, ২০০৫ সালে ১৫ লাখ টাকা ব্যয়ে ইসলামপুর উপজেলায় প্রথমবারের মতো নির্মাণ করা হয় ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা স্তম্ভটি।

স্থানীয়রা জানান, ২০০৫ সালে নির্মাণের পর থেকে বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে উপজেলার সরকারি ও বেসরকারি সংস্থাসহ বিভিন্ন স্তরের লোকজন ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে আসছিলেন। এবার জনশূন্য ছিল শহীদদের স্মরণে নির্মিত এই স্তম্ভটি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, ‘বিজয় দিবস উদ্‌যাপন প্রস্তুতি সভায় 'ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতার স্তম্ভে' পুষ্পস্তবক অর্পণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ