তীক্ষ্ণ দৃষ্টি ও নখের ইগল শিকারের জন্য বিখ্যাত, এ কথা আমরা জানি। কিন্তু বর্তমানে যেসব ইগল চোখে পড়ে, সেগুলোকে সাধারণত তাদের আকৃতির চেয়ে ছোট প্রাণী শিকার করতে দেখা যায়। সম্প্রতি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের একদল বিজ্ঞানী বিলুপ্ত হাস্ত প্রজাতির ইগলের কিছু থ্রি-ডি ছবি এঁকেছেন। এ প্রজাতির ইগল নিজেদের আকৃতির চেয়ে বড় প্রাণী, এমনকি মানুষ পর্যন্ত শিকার করত বলে ধারণা করা হচ্ছে।
হাস্ত ইগলের এ ধরনের বৈশিষ্ট্যের বিষয়টি বিস্ময়কর বলে মন্তব্য করে এ প্রজাতির ইগলটি নিউজিল্যান্ডসহ প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে দেখা যেতে এবং প্রায় ১৪ শ বছরে আগে তাদের বিলুপ্তি ঘটে বলে জানান গবেষকদের একজন স্টিফেন রো।