গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও দুটি নারী সাম্বার হরিণ অবমুক্ত করা হয়েছে। ঢাকা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ইউনিট মঙ্গলবার দিবাগত রাতে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে নারী সাম্বার দুটি হস্তান্তর করে। সাম্বার দুটিকে পার্কের পৃথক স্থানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পর অন্য চারটি সাম্বারের সঙ্গে বেষ্টনীতে ছেড়ে দেওয়া হবে।
নরসিংদীর জাফর আহমেদ চৌধুরীর বাগানবাড়ি থেকে হরিণ দুটি জব্দ করা হয়েছে। ২০১৭ সালের বিধিমালায় চিত্রাহরিণ পালনের সুযোগ থাকলেও সাম্বার হরিণের ক্ষেত্রে অনুমতি নেই। এরপরও জাফর আহমেদ বাগান বাড়িতে দুটি সাম্বার পালন করছেন-এমন খবরের ভিত্তিতে ঢাকা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ইউনিট গত সোমবার অভিযান চালিয়ে হরিণ দুটি জব্দ করে। মঙ্গলবার দিবাগত রাতে মাদি সাম্বার হরিণ দুটি শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়।
ঢাকা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের পরিদর্শক নিগার সুলতানা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ওই খামারবাড়ি থেকে দুটি মাদি সাম্বার উদ্ধার করা হয়। পরে পরিচর্যা শেষে গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়। তিনি বলেন, ২০১৭ সালের হরিণ পালন বিধিমালায় চিত্রা হরিণ পালনের অনুমতি থাকলেও সাম্বার হরিণ পালনের অনুমতি নেই। ২০১২ সালের বন্য প্রাণী তফসিল ১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।