বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ অনশন কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি। গত শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ে এই গণ অনশন কর্মসূচি পালিত হয়।
চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদের পরিচালনায় এতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন খান বাবুল, যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, সেলিমুছ সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সহসভাপতি আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শাকিল প্রমুখ।