নান্দাইলে নিপা আক্তার (৪৬) নামের এক বিধবার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকেলের দিকে পৌর সদরের ঝালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিপা একই এলাকার মৃত শাহীন ভূঁইয়ার স্ত্রী। পরিবারের দাবি মানসিক সমস্যা থেকেই তিনি আত্মহত্যা করেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, তাঁর স্বামী শাহীন ৩ বছর আগে মারা যান। শাহীনের মৃত্যুর পর থেকে নিপা মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক সমস্যা থেকে বেশ কয়েকবার আত্মহত্যা করারও চেষ্টা করেন। কিছুদিন আগে বিষ খান। শনিবার বিকেলে রান্না ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেন। পরে তাঁর মেয়ে রান্না ঘরে মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেন। নিপাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো./ মিজানুর রহমান আকন্দ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।