চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজানের মুন্সির ঘাটা এলাকায় কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপপরিদর্শক মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোটরসাইকেল চালকদের থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। কাগজপত্র না থাকায় ৫টি মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয়। পরে মোটরসাইকেলের চালকেরা বাড়ি থেকে কাগজপত্র নিয়ে আসলে সেগুলো ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে রাউজান থানার উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, নিবন্ধনহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।