নীলফামারীর সৈয়দপুরে ২৭৫টি ইয়াবাসহ মাহবুবুর রশিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার রাতে শহরের বিপণিবিতান এসআর প্লাজার পারভেজ হোটেলের সামনে থেকে তাঁকে আটক করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানা-পুলিশ। আটক ব্যক্তি দিনাজপুরের চিরিরবন্দর বড় হাশিমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মাহবুবুর রশিদ দীর্ঘদিন সৈয়দপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করছিলেন। র্যাব-১৩ সিপিসি-২-এর একটি দল গোপন সংবাদে জানতে পারে ইয়াবা কেনাবেচার জন্য তিনি ওই এলাকায় অবস্থান করছেন।
র্যাবের চৌকস দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর হাতে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৭৫টি ইয়াবা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, এই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করা হয়েছে।