হোম > ছাপা সংস্করণ

ব্লাস্টের হানায় পাকার আগেই কাটছে ধান

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন স্থানে বোরো ধান পুরোপুরি পাকার আগেই কাটা শুরু করেছেন কৃষকেরা। ধানে ব্লাস্ট রোগের হানা দেওয়ায় তাঁরা আগেভাগেই ধান কাটা শুরু করেছেন। কৃষকেরা বলছেন, এখন ধান না কাটলে কিছুদিন পর সব ধান বিচালি হয়ে যাবে। তবু ধানের ব্লাস্টার রোগ নিয়ে কৃষি বিভাগের নেই কোনো মাথা ব্যথা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৯ হাজার ৫৪০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষ হয়েছে ১৯ হাজার ৫৫৫ হেক্টর জমিতে। তবে ব্লাস্ট রোগের প্রকোপ দেখা দেওয়ায় আশ্বানুরূপ ফসল পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সরজমিনে দেখা যায়, উপজেলার ১২টি ইউনিয়নে বোরো ধানের একই চিত্র। ব্লাস্টার রোগে শেষ করে দিয়েছে কৃষকের স্বপ্ন। উচ্চ ফলনশীল ব্রি-২৮ জাতের ধান ব্লাস্টার রোগে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ব্রি-৬৭ ধানের শীষ কাটা রোগ দেখা দিয়েছে।

গতকাল মঙ্গলবার খলিলনগর ইউনিয়নে নলতা গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক শামছুর মোড়ল তাঁর জমিতে ধান কাটা শুরু করেছেন। তিনি বলেন, ‘দুই বিঘা জমিতে ব্রি-২৮ জাতের বোরো চাষ করেছি। ধান পাকার মুহূর্তে ব্লাস্টার রোগে আক্রমণ করেছে। কৃষি অফিসের লোকজন আসেও না দেখেও না। তাই উপায় না পেয়ে আগেই ধান কাটা শুরু করেছি। এবার হয়তো সর্বস্বান্ত হয়ে যাব।’

কৃষক জামাল গাজী বলেন, ‘এ বছর আড়াই বিঘা জমিতে ধান লাগাইছি কিন্তু কি যে আছে কপালে। ব্লাস্টার রোগের আক্রমণে ধানগাছ সাদা হয়ে কুঁকড়ে গেছে। বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করেও কোনো লাভ পাচ্ছি না। এ অবস্থা চলতে থাকলে ধান তো নয়ই, বিচালি পাওয়াও কঠিন হয়ে যাবে। তাতে দোকানে সার কীটনাশকের বকেয়া পরিশোধ করা যাবে না।’

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ‘দিনে গরম ও রাতে ঠান্ডা পড়ার কারণেই বোরো ধানে বিশেষ করে ব্রি-২৮ জাতের ধানে ব্লাস্ট রোগের আক্রমণ ঘটছে। আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের এ জাতের ধান রোপণ করতে নিষেধ করি। তবু কৃষকেরা ব্রি-২৮ জাতের ধান রোপণ করেন।’

ধানের জন্য ব্লাস্ট একটি ছত্রাকজনিত মারাত্মক ক্ষতিকারক রোগ। `পাইরিকুলারিয়া ওরাইজি’ নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। অনুকূল আবহাওয়ায় রোগটি দ্রুত বিস্তার লাভ করে এবং ব্যাপক ক্ষতি করে থাকে। রোগপ্রবণ জাতের ধানে রোগ সংক্রমণ হলে ফলন শতভাগ পর্যন্ত কমে যেতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ