ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুরের উদ্যোগে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানববন্ধন কর্মসূচি পালান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
‘চাই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ’ এ স্লোগানে সম্প্রতি ঘটে যাওয়া হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ। মানববন্ধনে বক্তব্য দেন টিআইবি-সনাকের সভাপতি খান মো. শহীদ, সনাক সদস্য শাহাদাত হোসেন লিটন প্রমুখ।