হোম > ছাপা সংস্করণ

জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা

সখীপুর প্রতিনিধি

সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে রুবেল আহমেদ (৩৬) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সখীপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন রুবেলের পরিবারের সঙ্গে একখণ্ড জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার সকালে প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর রহমান, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ তাঁদের আত্মীয়স্বজন মিলে বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তুলতে যান। এ সময় স্থানীয় বন বিভাগ তা বন্ধ কর দেয়। বন বিভাগের সঙ্গে রুবেলের যোগসাজশ রয়েছে বলে ধারণা করেন তাঁরা। পরে রুবেল জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওই প্রতিবেশীরা হামলা চালায়। এ সময় রুবেলের চিৎকারে পরিবার ও স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কারিজ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

রুবেলের ছোট ভাই রাসেল আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আমার বড়ভাই রুবেলের অণ্ডকোষে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অভিযুক্ত প্রতিবেশী মুন্তাজ আলী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে তাঁদের বাড়ি গেলে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, ঘটনার পর তাঁরা গা ঢাকা দিয়েছেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ