চাঁদপুরের মতলব উত্তরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সে সাত মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় মামলা হলে মাহবুব হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মজসিদের ইমাম। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানা-পুলিশ।
জানা গেছে, স্কুলপড়ুয়া ওই কিশোরীর সঙ্গে সানকিভাঙ্গা (ইউনিয়ন পরিষদসংলগ্ন) বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবের (৩৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বর্তমানে ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের সদস্যরা কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে চাপ দিলে সে মসজিদের ইমামের কথা বলে।
এ ঘটনায় মতলব উত্তর থানায় মো. মাহবুব আলমকে (২৮) আসামি করে মামলা করা হয়। মাহবুব আলম মুন্সিগঞ্জের হোগলা কান্দি গ্ৰামের বাসিন্দা।
মতলব উত্তর থানার ওসি শাহজাহান কামাল জানান, গত মঙ্গলবার রাতে কালীপুর বাজার থেকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়।