হোম > ছাপা সংস্করণ

মধুপুরে বিদ্রোহী ১০ নেতা-কর্মী বহিষ্কার

মধুপুর প্রতিনিধি

মধুপুরের আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) বিদ্রোহী প্রার্থী হওয়া ও তাঁর হয়ে প্রচারে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাইদ তালুকদার দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোকদিয়া ইউপিতে দলীয় মনোনয়ন চান বর্তমান চেয়ারম্যান আবু সাইদ তালুকদার দুলাল, যুবলীগের সাবেক আহ্বায়ক আবু সাঈদ খান সিদ্দিক ও মমিনুল হক মুকুল। মনোনয়ন বোর্ড আবু সাইদ তালুকদারকে মনোনয়ন দেন। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিপরীতে নির্বাচন করার ঘোষণা দেন অপর দুই প্রার্থী।

১১ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাঁরা নির্বাচন থেকে সড়ে না দাঁড়ালে দলীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন। তাঁরা স্ব স্ব পছন্দের নেতার নির্বাচনী প্রচারে অংশ নেন। পরে দলীয় সিদ্ধান্তে আবু সাইদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

একই সঙ্গে আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমাদ, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউজ্জামান বাদল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আমিনুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রুবেল, শামীম হোসেন সাগরসহ ১০ জনকে বহিষ্কার করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ