হোম > ছাপা সংস্করণ

জামালপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জামালপুর প্রতিনিধি

শহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর নির্দেশে কর্মকর্তা-কর্মচারীরা উচ্ছেদ অভিযান শুরু করেন। পৌর কর্তৃপক্ষ যানজট নিরসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে রাস্তা ও ড্রেনের উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে।

শহরের গেইটপাড়, বাগানবাড়ি এলাকায় রাস্তার পাশে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অবৈধভাবে আধা পাকা ঘর তুলে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কিছু লোক। এ কারণে শহরে চলাচলকারী সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। পৌর নাগরিকদের সুবিধায় এই উচ্ছেদ করা হচ্ছে।

এ পর্যন্ত ৯টি দোকানের অবৈধ স্থাপনা পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। দোকানগুলো হচ্ছে- তানিসা ইলেকট্রনিকস, মেডিসিন কর্নার, শহিদুল মেডিসিন কর্নার, মা মেডিসিন কর্নার, জামালপুর ভেটেরিনারি ড্রাগ হাউসসহ আরও কয়েকটি দোকান।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু জানান, বহু বছর ধরে জামালপুর শহরের বিভিন্ন জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে কিছু ভূমিদস্যু। তাদের কাছ থেকে জায়গা উদ্ধার করা হচ্ছে। এর ফলে বাগানবাড়ির রাস্তাটি প্রশস্ত হবে। এখন জামালপুর পৌরসভার নাগরিকেরা এই রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ