দিনাজপুরের নবাবগঞ্জে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তন ও নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের থেকে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী প্রমুখ।